রবীন্দ্রনাথের কবিতায় আছে, ‘রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম / ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম’। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার পৌরাণিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই রথযাত্রা। উড়িষ্যার পুরীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যেভাবে রথযাত্রা অঙ্গাঙ্গী জড়িয়ে, বাংলার সংস্কৃতিতেও একইভাবে ক্রমে ক্রমে রথযাত্রা এক অপরিহার্য উৎসব হয়ে উঠেছে। বাংলার মাহেশ, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় রথযাত্রার এক…